বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা এবং ভিপি নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর আইন-শৃংখলা বাহিনীর হামলায় আহত সহযোদ্ধাদের সুস্থতা কামনায় গতকাল ৩১শে আগস্ট সন্ধ্যায় নতুন বাজারে গণ অধিকার পরিষদের কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি কামরুল হাসান রাশেদের সভাপতিত্বে ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদল মল্লিকের সঞ্চালনায় গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সহ যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান রকিব।
এ সময় বক্তারা যুবকদের আত্মকর্মসংস্থান সহ বেকারত্ব দূরীকরণে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।এছাড়াও ইন্টোরিয়াম সরকারের সমালোচনা করে বলেন, তারা গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সংস্কারের কথা বললেও যথার্থ কার্যকর হয়নি বলে দাবি করেন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা গণ অধিকার পরিষদ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন বলে দাবি করেন।