রাজবাড়ীতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। জেলা সদর হাসপাতাল ছাড়াও চারটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ডেঙ্গু রোগী।
গতকাল ৩১শে আগস্ট রাজবাড়ী জেলা সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলাতে ৭জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ৫জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১জন ভর্তি হয়েছে।
রাজবাড়ী জেলাতে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের মোট রোগীর সংখ্যা ৫৫জন এবং আগস্ট মাসের ডেঙ্গু আক্রান্তের মোট রোগীর সংখ্যা ৬৪জন।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী আসিফ বলেন, গত শনিবার আমার জ্বর আসে। কিন্তু জ্বর না কুমায় আমি প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই সেখানে পরীক্ষা করালে আমার ডেঙ্গু ধরা পরে। এরপর বাড়ীতে সেবা নিই। কিন্তু দিন দিন শরীর খারাপের দিকে গেলে রাজবাড়ী হাসপাতালে এসে ভর্তি হই।
আরেক ডেঙ্গু রোগী অমর আলী বলেন, গত ৫দিন ধরে জ্বর থাকায় পরীক্ষা করে ডেঙ্গু ধরা পরে। আমি সদর হাসপাতালে ভর্তি হয়েছি শনিবারে। হাসপাতালে অনেক নোংরা পরিবেশ। শৌচাগার পরিষ্কার করে না। হাসপাতালে ভর্তি না থেকে বাড়ীতে থাকলে ভালো হতো।
সোহেল মন্ডল নামে এক রোগী বলেন, আমার জ্বর কিন্তু ডেঙ্গু পরীক্ষা করে ডেঙ্গু ধরা পরে নাই। কিন্তু আমারসহ আরো কিছু রোগী যাদের ডেঙ্গু হয়নি তাদের আর ডেঙ্গু রোগীর একই রুমে রেখেছে। এতে তো আমাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেঙ্গু রোগীদের মশারীর মধ্যে থাকার কথা। কিন্তু তারা বেশির ভাগ সময় মশারীর ভেতর থাকে না। আমরা চাই ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড করা হোক।
ডেঙ্গু রোগীর স্বজনরা বলেন, হাসপাতালে ডাক্তার যে মেডিসিন দেয়, নাপা ছাড়া বাকি মেডিসিন বাইরে থেকে কিনে আনতে হয়। ডাক্তার ডেঙ্গু রোগীর ডাব খাওয়াতে বলে। হাসপাতালের সামনে বেশ কিছু দোকান আছে। সেখান থেকে কিনতে গেলে আকার ভেদে একটি ডাবের দাম নেয় ১১০ টাকা থেকে ১৫০ টাকা। যা বাইরে থেকে কিনলে ৮০ থেকে ১২০ টাকায় পাওয়া যায়। এত দাম হলে গরীব মানুষেরা রোগীকে কেমনে ডাব খাওয়াবে। প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিত।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী আসতেছে। হাসপাতালে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোন রোগী ক্রিটিক্যাল সিচুয়েশনে যায়নি। তবে সবাইকে ডেঙ্গু নিয়ে সচেতন থাকতে হবে।
রাজবাড়ী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী বলেন, আমাদের কাভার্ড ভ্যান পর্যাপ্ত না থাকায় পৌর অঞ্চলের ময়লা সম্পূর্ণ পরিষ্কার করতে পারছি না। এছাড়া মসকিউটো মেডিসিনও না থাকার কারণে আমাদের মশক নিধন কার্যক্রম সেবায় বিঘœ হচ্ছে। আমরা পৌরবাসীর কাঙ্খিত সেবা দিতে পারছি না। বেশ কয়েকটি ফগার মেশিন থাকলেও ভালো রয়েছে মাত্র দুইটি। প্রশাসককে জানানো হয়েছে, এগুলো পেলে পৌরবাসীকে কাঙ্খিত সেবা দিতে পারবো।