রাজবাড়ী জেলার গোয়ালন্দে ইমাম মাহদী দাবীকারী ভন্ডপীর নুরুল হক ওরফে নুরু পাগলার কবরকে ঘিরে অনৈসলামিক কর্মকান্ড বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল ৩১শে আগস্ট সকাল ১০টার দিকে তৌহিদী জনতার পক্ষে গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রামানিক স্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন।
এ সময় সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে মোহিত হিরা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, মুফতি শামসুল হুদা, মুফতি আজম আহমাদ, হাফেজ আবু সাইদ ও কুরবান আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে তৌহিদী জনতার উদ্যোগে নুরু পাগলার কবরকে ঘিরে অনৈসলামিক কর্মকান্ড বন্ধে ও তার উঁচু কবর নিচু করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ প্রতিনিধি অংশ নেয়। সভা হতে দরবার কর্তৃপক্ষের অঙ্গীকার অনুযায়ী আগামী বৃহস্পতিবারের মধ্যে ১২ ফুট উঁচু হতে নুরাল পাগলের কবর সমতলে না নামানো হলে মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচির ঘোষণার আল্টিমেটাম দেওয়া হয়।
স্মারকলিপি বলা হয়, গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম ইতিপূর্বে নিজেকে ইমাম মেহেদী দাবি করে নিজ বাড়িতে দরগাহ গড়ে তোলে। কিন্তু গণ আন্দোলনের মুখে তৎকালীন সময়ে তিনি এলাকা হতে পালিয়ে যান। পরে আদালতে মুচলেকা দিয়ে তিনি এলাকায় ফিরে আসেন। এরপর তিনি পূর্বের মতো তার কর্মকান্ড চালিয়ে যেতে থাকে। এ নিয়ে এলাকায় নানা বিতর্ক ও উত্তেজনা ছিল।
গত ২৩শে আগস্ট নুরু পাগলা মারা গেলে তার দরগাহ মধ্যে পবিত্র কাবা ঘরের আদলে তৈরি ১০-১২ ফুট উঁচু একটি ঘরের মধ্যে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।
এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা নিরসনে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কবরটি সরেজমিন পরিদর্শন করে সমস্যা নিরসনে উভয় পক্ষের সাথে কয়েক দফা আলোচনা করেছেন।
নুরাল পাগলের দরবার শরীফের ভক্ত আল আমিন বলেন, আমরা ইতিমধ্যে কবরের কালো রং পরিবর্তন করেছি এবং ইমাম মাহদী লেখা সকল সাইনবোর্ড খুলে ফেলছি। এছাড়া জেলা প্রাশাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করে আমরা কবরটি নিচুতে স্থানান্তরের বিষয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় নিয়েছি।
গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রামানিক বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে কবর নিচু না করলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। সেক্ষেত্রে বিক্ষোভ মিছিল ছাড়া আশপাশের জেলা-উপজেলার মানুষদের নিয়ে মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি দিতে বাধ্য হবো।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বিতর্কিত কবরটি ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। তবে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান জানান, আলোচনার মাধ্যমে উদ্ভুত সমস্যার সমাধান এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।