ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
দাদশীর বিলে অভিযানে জব্দকৃত ২৫টি চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৮-২৮ ১৪:১০:৩৭

 রাজবাড়ী সদর উপজেলা দাদশী ইউনিয়নের করের বিলে গতকাল ২৮শে আগস্ট সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের অভিযানে ২৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। পরে মোবাইল কোটের মাধ্যমে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। 

  মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম বাবু। 

  এ সময় রাজবাড়ী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  বিশেষজ্ঞরা বলেন, চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করলে যেকোন মাছের ডিমসহ ছোট বড় সকল ধরনের মাছ নিধন হয়ে যায়। যার কারণে বিলে বা খালে এখন আগের মত মাছ পাওয়া যায় না। এসব জাল দিয়ে মাছ নিধন বন্ধ না হলে ভবিষ্যতে মাছের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 

 
আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ