ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ীতে চড়া মূল্যে ডাব বিক্রি করায় ৪জন ব্যবসায়ীকে জরিমানা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৮-২৯ ১৫:২৬:২৬

রাজবাড়ীতে অতিরিক্ত মূল্যে ডাব বিক্রি করায় ৪জন ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

  গতকাল ২৯শে আগস্ট দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের গেটের সামনে খুচরা দোকানগুলোতে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।

  বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

  তিনি জানান, ডেঙ্গুর অজুহাতে রাজবাড়ীতে প্রতিপিস ডাব সর্বনিম্ন ১০০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা। বিশেষ করে হাসপাতালগুলোর সামনে সবচেয়ে বেশি দামে ডাব বিক্রি করা হয়।

  গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের সামনের দোকান গুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ডাবের দাম বেশি রাখায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আজগর ডাব ভান্ডারকে ২০০ টাকা, রুবেল ডাব ভান্ডারকে ২ হাজার টাকা, খোকন ফল ভান্ডারকে ২হাজার টাকা ও সোলায়মান স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য খুচরা ব্যবসায়ীদের সতর্কতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

 

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ