ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
উপজেলা প্রশাসনের উদ্যোগে পাংশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৮-৩০ ১৪:৪১:৩০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৩০শে আগস্ট সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা মূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে অবহিতকরণ সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহির মুহতামিম, পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোত্তালেব আলী, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ ও শিক্ষা কর্মকর্তা কে.এম নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন

ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা প্রভৃতিতে এডিশ মশা ডিম পাড়ে। এসবে যাতে পানি জমে না থাকে এ জন্য পরিবারের ছোট বড় সকলকে সচেতন হতে হবে। দিনে রাতে যে কোন সময় ঘুমাতে মশারি ব্যবহার করার গুরুত্বারোপ করা হয়। সভায় বাড়ির আঙ্গিনা বা কর্মস্থল ও তার আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সার্বিক দিক নির্দেশনা প্রদান করা হয়।

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন, পাংশা উপজেলাতে ডেঙ্গুর প্রভাব আছে। তাই সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তিনি উপজেলা পরিষদ থেকেই পরিচ্ছন্নতা অভিযান শুরু করার ঘোষণা দেন।

সভায় অন্যান্যের মধ্যে মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব(মোনা বিশ্বাস), যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আল-আমিন হোসেন, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, বিএডিসির সহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাস, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মন, তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ রুমানা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ রকিবুল হাসান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আবু শহীদ, মাছপাড়া ইউপির মেম্বার মোন্তাজ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 
পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ