ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশা উপজেলার বাহাদুরপুরে আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৮-৩১ ১৫:৩৬:১৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৩১শে আগস্ট বিকালে বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে এবং বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর শাকিলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

তিনি বলেন, বিএনপির দুর্বৃত্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটাতে পারবে না। শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রভৃতি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সাথে দেশের  জনগণ আছে। তাই জনগণের ভোটে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। জনগণ শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। আপনারা দৃঢ় পায়ে, দৃঢ় চিত্তে শেখ হাসিনার পাশে থাকবেন।

এমপি জিল্লুল হাকিম বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সন্ত্রাস, লুটপাট, অত্যাচার-নির্যাতন, গাছ কাটা, হাতুড়ি পেটা, অগ্নিসংযোগ, খুন-জখমের বিবরণ তুলে ধরে বলেন, এসবের কারণে বিএনপি জনগণের কাছে যেতে ভয় পায়। তারা ভোটের জন্য বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। কিন্তু বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না। বিদেশিরা কারো ক্ষমতায় বসাতে পারবে না। বিএনপির অপতৎপরতা প্রতিরোধে এমপি জিল্লুল হাকিম দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার দিক নির্দেশনা প্রদান করেন। 

সমাবেশে বিশেষ অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মোঃ সজিব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

স্থানীয় নেতাদের মধ্যে বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম, বাহাদুরপুর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হেলেনা খাতুন, আব্দুর রশিদ মাষ্টার, মোজাম্মেল হক মজনু, আব্দুল কুদ্দুস মন্ডল, আসলাম শেখ, আমীর হোসেন মন্ডল, লুৎফর রহমান মোল্লা, আব্দুল মান্নান প্রামানিক, আবুল কালাম আজাদ ও মুন্সী জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বিশেষ অতিথিদের মধ্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান টিটো চৌধুরী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

  এছাড়া সমাবেশে বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান মোল্লা, আব্দুল হামিদ মোল্লা, এনামুল হক, রবিউল আলম ছগির, আবুল কাশেম ও ইউনুস মল্লিকসহ বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাহাদুরপুর ইউপির ৯টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী সমর্থক সমাবেশে অংশ নেয়। অনেকেই ব্যানার সহকারে মিছিল করে সমাবেশে যোগদান করে। 

  উল্লেখ্য, এমপি জিল্লুল হাকিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে কর্মী সমাবেশ করে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করছেন।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ