ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
নবারুণ সংঘের আয়োজনে নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্ট শুরু
  • সুজন বিষ্ণু
  • ২০২৩-০৯-১২ ১৫:৩৫:৫৪

মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন এ শ্লোগানকে সামনে রেখে নবারুণ সংঘের আয়োজনে রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গা পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল ১২ই সেপ্টেম্বর সন্ধ্যার পর শুরু হয়েছে নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্ট-২০২৩।

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু ও বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বক্তব্য রাখেন।

 এ সময় জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী মন্ডল, মোঃ আব্দুল সামাদ প্রামানিক, নিয়ামুল হক স্বপন ও নবারুণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময় ৫০ মিনিটে ১-১ গোলে ড্র হয়। এরপর টাইব্রেকারে শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে রামচন্দ্রপুর বৈশাখী সংঘকে পরাজিত করে। পরবর্তী ম্যাচে মানবিক যুব ফাউন্ডেশন-২ বনাম বামনীপুর সেভেন স্টার মুখোমুখি হয়। উল্লেখ্য, ৩২টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ