ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
গোদার বাজার স্কুলে মাঠে বিদ্যুৎ সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৯-১৫ ১৫:১৫:১৬

মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি বিদ্যুৎ সংঘের আয়োজনে গতকাল ১৫ই সেপ্টেম্বর রাতে গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

 উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী মন্ডল, রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড  কাউন্সিল আব্দুর রব বিশ্বাস, ৯নং ওয়ার্ড  কাউন্সিল মোঃ তৌহিদুল ইসলাম তুহিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আকতার হোসেন ও সমাজ সেবক মোঃ নাঈম ফকির বক্তব্য রাখেন ।

 এ সময় সমাজসেবক আব্দুল ওহাব দুলাল, মোঃ ফরিদ হোসেন ও মোঃ আজম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোকছেদুর রহমান খান মমিন।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ