রাজবাড়ীতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে গতকাল ১৫ই সেপ্টেম্বর বিকালে ৫০তম গ্রীষ্মকালীন জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইখতেখারুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ অচিন্ত কীর্তনীয় ও জেলা শিক্ষা অফিসার এবং জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
জানা গেছে, গত ১৪ই সেপ্টেম্বর রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোাধন করা হয়। দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ ৫টি ইভেন্টে অংশ গ্রহণ করে।
এতে ফুটবল খেলায়(বালক) গ্রুপের চ্যাম্পিয়ন হয় পাংশা উপজেলার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ এবং রানার্স আপ হয় বালিয়াকান্দি উপজেলার রামদিয়া বেনী মাধব উচ্চ বিদ্যালয়। ফুটবল(বালিকা) গ্রুপে চ্যাম্পিয়ন হয় বালিয়াকান্দি উপজেলার বাওনাড়া উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয় গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়।
এছাড়া হ্যান্ডবল খেলায়(বালক) গ্রুপে চ্যাম্পিয়ন হয় বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় পাংশা উপজেলার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ এবং হ্যান্ডবল খেলায়(বালিকা) গ্রুপে চ্যাম্পিয়ন হয় বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর আয্য সংঘ বিদ্যা মন্দির ও রানার্স আপ হয় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
কাবাডি খেলায়(বালক) গ্রুপের চ্যাম্পিয়ন হয় বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কাবাডি খেলায়(বালিকা) গ্রুপে চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয় পাংশা উপজেলার পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়।
এছাড়া সাঁতার ও দাবা খেলায় প্রতিযোগিতায় বালক ও বালিকা গ্রুপে অংশ গ্রহণ ও বিজয়ী লাভ করে।