সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশেক্রমে অবৈধ ও অনুমোদন বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এবং ডেঙ্গু সনাক্ত পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার অতিরিক্ত মূল্য আদায় তদারকির অংশ হিসেবে গতকাল ২০শে সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অভিযানে সকল ডায়াগনস্টিক সেন্টারে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ডেঙ্গু টেস্ট এবং সিবিসি টেস্ট করার জন্য নির্দেশ দেয়া হয়। এছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট রিএজেন্টের মেয়াদোত্তীর্ণ তারিখের কীট জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরীফ ইসলাম এবং স্যানিটারি ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক জানান, স্বাস্থ্য বিভাগ থেকে গতকাল ২০শে সেপ্টেম্বর থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হচ্ছে।তারই অংশ হিসাবে আমরা গোয়ালন্দের সবগুলো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।