ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার দাদশীতে উঠান বৈঠক
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৯-২২ ২০:৫৪:১৪

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেছেন, পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী টানেল নির্মাণ, মেট্টোরেল চালু, এলিভেটড এক্সপ্রেস হাইওয়ের নির্মাণসহ অগণিত উন্নয়নের রোল মডেল হিসেবে আমাদের সোনার বাংলার প্রত্যন্ত অঞ্চলকেও আলোকিত করেছে। ঘর থেকে বের হলেই যেদিকে তাকাবেন পাকা রাস্তা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধীদের ভাতা, গর্ভবতী মায়ের মাতৃকালীন ভাতাসহ সকল ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় লাভে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং প্রত্যেক ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে হবে।

 গতকাল ২২শে সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোটনূরপুর গ্রামের আজিম মন্ডলের বাড়ীর উঠানে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও অধ্যাপক এবিএম আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন দাদশী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ শফিকুল ইসলাম।

 

রাজবাড়ীতে মহিলা দলের নেত্রী বিউটি  ও টুকটুকিকে বহিষ্কার করলো বিএনপি
রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পদযাত্রা-সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে পাট্টা ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ