ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বৈরী আবহাওয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-১০-০৬ ১৪:৩২:৪১

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে গতকাল ৫ই অক্টোবর দিনভর বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে যানবাহন চলাচল করেছে হেড লাইট জ্বালিয়ে। এর মধ্যে রয়েছে লোকাল বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার।
 এছাড়াও মুষলধারে সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে লোকাল বাসের যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।
ট্রাক চালক জাহাঙ্গীর হোসেন বলেন, মহাসড়কে বৃষ্টির কারণে খুব পিচ্ছিল হয়ে আছে। গাড়ি নিয়ে চলাচল করা খুব রিস্ক হয়ে গেছে। আমাদের খুব সর্তকতার সাথে যানবাহন চলাচল করতে হচ্ছে।
 এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দীন বলেন, বৈরী আবহাওয়া ও নদীতে স্রোত থাকার কারণে গাড়ীর সংখ্যা অনেকটাই কমে গেছে।
 বর্তমান এই নৌরুটে ১২টি ফেরী চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ