ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বৈরী আবহাওয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-১০-০৬ ১৪:৩২:৪১

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে গতকাল ৫ই অক্টোবর দিনভর বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে যানবাহন চলাচল করেছে হেড লাইট জ্বালিয়ে। এর মধ্যে রয়েছে লোকাল বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার।
 এছাড়াও মুষলধারে সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়ে লোকাল বাসের যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।
ট্রাক চালক জাহাঙ্গীর হোসেন বলেন, মহাসড়কে বৃষ্টির কারণে খুব পিচ্ছিল হয়ে আছে। গাড়ি নিয়ে চলাচল করা খুব রিস্ক হয়ে গেছে। আমাদের খুব সর্তকতার সাথে যানবাহন চলাচল করতে হচ্ছে।
 এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দীন বলেন, বৈরী আবহাওয়া ও নদীতে স্রোত থাকার কারণে গাড়ীর সংখ্যা অনেকটাই কমে গেছে।
 বর্তমান এই নৌরুটে ১২টি ফেরী চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ