ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
মিজানপুর ইউনিয়নের গোদার বাজারে উঠান বৈঠক
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১০-০৭ ১৫:৪৩:৫৪

 রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণাঞ্চলের প্রতিটি মানুষের ঘরে ঘরে স্বস্তি ফিরেছে। রাজধানীতে চালু হয়েছে মেট্টোরেল ও এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। বর্তমান সরকার শেখ হাসিনা এদেশের উন্নয়নের রোল মডেল।
 গতকাল ৭ই অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার পদ্মা নদীর পাড়ে ইটভাটা সংলগ্ন এলাকায় আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 তিনি আরো বলেন, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রত্যেক ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
 আওয়ামী লীগ নেতা হেদায়েত মওলা লালের সভাপতিত্বে এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এনায়েতুল হাসনাত রওশনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর খান, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব খান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাস, মিজানপুর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আকবর আলী বেপারী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব রাখেন।
 এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ