ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
দূর্গাপূজা উপলক্ষে গোয়ালন্দ পৌরসভায় আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১২ ০০:১৭:৩৯

শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপনের লক্ষে গতকাল ১০ই অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার হলরুমে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কার্তিক ঘোষ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, পৌর কাউন্সিলর মোঃ নিজাম উদ্দিন, মোঃ আলাউদ্দিন মৃধা, মোঃ মোশাররফ হোসেন কুটিন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আকাশ সাহাসহ পৌর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
 সভায় পৌরসভায় ১৬টি পূজামন্ডপে নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী মোতায়েন, বিশেষ করে নামাজ ও আযানের সময় যেন কোন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যাঘাত না ঘটানো হয় সে দিকে খেয়াল রাখার পরামর্শ দেন অতিথিবৃন্দ।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ