রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই অক্টোবর দুপুরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
সভায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর কার্তিক ঘোষ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া, নির্মল চক্রবর্তীসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।