ঢাকা মঙ্গলবার, মে ১৩, ২০২৫
গোয়ালন্দে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১৮ ১৬:০১:০০

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গতকাল ১৮ই অক্টোবর দুপুরে কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের ৯ ধরণের ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বক্তব্য রাখেন।
 এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রাশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ও দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান।
 কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলার ১১ হাজার ৪২০ জন কৃষক-কৃষানীদের মাঝে এ বীজ বিতরণ হবে।

 

গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের  ওপর হামলার মামলায় সুজ্জল-সোহেল জেল হাজতে
নাশকতার মামলায় রতনদিয়া ইউনিয়ন  যুবলীগের সেক্রেটারী মিজানুর গ্রেফতার
গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফের যোগদান
সর্বশেষ সংবাদ