ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
গোয়ালন্দে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-১৮ ১৬:০১:০০

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গতকাল ১৮ই অক্টোবর দুপুরে কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের ৯ ধরণের ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বক্তব্য রাখেন।
 এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রাশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ও দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান।
 কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলার ১১ হাজার ৪২০ জন কৃষক-কৃষানীদের মাঝে এ বীজ বিতরণ হবে।

 

পাংশায় দ্রুতগামী ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত
মদাপুরে বিকাশ ব্যবসায়ীকে  গুলি করে টাকা ছিনতাই
 সোনাকান্দরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ