ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
কালুখালীর তোফাদিয়ায় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন
  • ফজলুল হক
  • ২০২৩-১০-২০ ১৪:৫০:২৪

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির তোফাদিয়া গ্রামে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ গতকাল ২০ শে অক্টোবর সকাল ১১ টার দিকে উদ্বোধন করেছেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান খান।

 এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন কালুখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আঃ মালেক। 

এলাকার অতি পরিচিত ব্যক্তিত্ব প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খানের সার্বিক তত্ত্বাবধানে ছাদ ঢালাই কাজের উদ্বোধনকালে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের, মোঃ আঃ আজিজ মোল্লা, মোঃ আবু সাঈদ মোল্লা নিলু মাস্টার, মোঃ রায়হান কবীর কুতুব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল আলী মোল্লা, মোঃ আঃ খালেক মোল্লা, হাসমত আলী মোল্লা, মোঃ জসিম উদ্দিন, মোঃ হান্নান মোল্লা, ইউপি সদস্য মোঃ লালচাঁদ আলী, মেহেদী হাসান তোতা ও মোঃ জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য উদ্বোধন শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ