ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজবাড়ী জেলা পরিষদের ২নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনের ভোট কেন্দ্র নির্ধারণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-২১ ১৪:৪৭:২৯

গোয়ালন্দের প্রবীণ আওয়ামী লীগ নেতা হাসান ইমাম চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া রাজবাড়ী জেলা পরিষদের ২নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনের ভোট কেন্দ্র নির্ধারণের বিষয়টি অবহিতকরণ, মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন ও বাছাইয়ের দিনে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন এবং বাছাইয়ের দিনে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধিদের উপস্থিতির বিষয়ে গতকাল ২১শে সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিসার (নির্বাচনের রিটার্নিং অফিসার) মোহাম্মাদ হাবিবুর রহমান কর্তৃক পৃথক পত্র প্রদান করা হয়েছে। 
  নির্বাচন কমিশনের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা(যুগ্ম-সচিব) বরাবর লিখিত পত্রে উক্ত নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাঁচরন্দের চৌধুরী আব্দুল হামিদ একাডেমীকে নির্ধারণের বিষয়টি উল্লেখসহ উক্ত ওয়ার্ডে মোট ৪০জন ভোটার (৩১ জন পুরুষ ও ৯ জন মহিলা) রয়েছে বলে জানানো হয়েছে। 
  অপরদিকে, রাজবাড়ীর পুলিশ সুপার বরাবর প্রেরিত পত্রে আগামী ২৩শে সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এবং ২৬শে সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিনে একই ভবনে অবস্থিত জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসারের (নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার) নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে। 
  এছাড়াও পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের বরাবর প্রেরিত পত্রে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে (২৬শে সেপ্টেম্বর) রিটার্নিং অফিসারকে সহযোগিতার জন্য প্রার্থীদের বিরুদ্ধে কোন অভিযোগ (ঋণ খেলাফী/মামলা) থাকলে তার দালিলিক প্রমাণসহ উক্ত দপ্তরগুলোর প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। 
  উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়ন এবং রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভোটাররা(স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি) এই নির্বাচনে ভোট দিবেন।        

রাজবাড়ী-১ আসনে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এস এম নওয়াব আলী
সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে ইসির ব্রিফিং আজ
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন আগামীকাল॥প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী
সর্বশেষ সংবাদ