ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে আমরা সনাতনী যুবক সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মধ্যে শাড়ী বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১০-২২ ০১:১০:০৭

রাজবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মের অসহায় মানুষের মধ্যে শারদ উপহার হিসেবে শাড়ী বিতরণ করেছে “আমরা সনাতনী যুবক” নামে একটি সংগঠন।

গতকাল ২১শে অক্টোবর রাজবাড়ী শহরের ভাজনচালা শিতলা কালী মন্দিরে এসব মানুষর হাতে উপহার তুলে দেন “আমরা সনাতনী যুবক” সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা।

 এ সময় সংগঠনের সমন্বয়ক সুমন দাস, রাজেস মন্ডল, সমর কর্মকার, রবি দাস, রতন দাস, অনিক দাস, গোবিন্দ সাহা, নিশান সাহা, প্রসান সাহা, সূর্য্য কুমার, দিব্য নাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

 “আমরা সনাতনী যুবক” রাজবাড়ীর প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ সংগঠনের জন্ম। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। এই উৎস সবার মাঝে ভাগাভাগি করতেই অসহায়দের মধ্যে আমরা উপহার স্বরুপ শাড়ী বিতরণ করছি। যাতে প্রতিটি মানুষই যেন এ উৎসব উপভোগ করতে পারে। আগামীতেও আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

 

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ