রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল ২১শে অক্টোবর দুপুরে জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু বককার খানের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক বিপ্লব মুক্ত বিশ্বাসের সঞ্চালনায় বর্ধিত সভার উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং সভায় প্রধান বক্তা হিসেবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বক্তব্য রাখেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়য়ক সম্পাদক আঃ রাশেদ খান, কৃষক লীগের জাতীয় কমিটির সদস্য মোঃ সোয়েব আকন ও এডঃ মোঃ মোবাশ্বের হোসেনসহ কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, কৃষক লীগ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য কৃষক লীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কৃষক লীগ করতে হলে পদ-পদবী নিয়ে বসে থাকলে চলবে না, কৃষকদের কাছে যেতে হবে। সাংগঠনিক কাজ করতে হবে। সামনে নির্বাচন, তাই নিজেদের মধ্যে গ্রুপিং না করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দলের কেউ ভালো থাকতে পারবে না, জনগণ ও ভালো থাকতে পারবে না। তাই শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য আমাদেরকে নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য কৃষক লীগকে মাঠে থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দলের মধ্যে অনেকেই বিভেদ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু তাদেরকে পাত্তা দেওয়া যাবে না। সামনের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য মাঠে থাকার কোন বিকল্প নেই।
বর্ধিত সভার শেষে রাজবাড়ী পৌর কৃষক লীগ ও গোয়ালন্দের পৌর কৃষক লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয় এবং গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবকে সংগঠন বিরোধী কাজের জন্য সাময়িক ভাবে অব্যাহতি দেওয়ায় দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন প্রামানিককে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।