ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ীতে ইলিশ শিকারের দায়ে ৫জন জেলের কারাদন্ড
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১০-৩১ ১৫:১৮:০১

রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৫জন জেলেকে কারাদন্ড ও জব্দকৃত নিষিদ্ধ ১লক্ষ মিটার কারেন্ট ও ৬টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। 

 গত ৩০শে অক্টোবর বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু। 

 জানা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত পদ্মা নদীর ধাওয়াপাড়া ঘাট থেকে অন্তার মোড় পর্যন্ত অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ৬টি চায়না দুয়ারী এবং ২৪ কেজি ইলিশ জব্দ করা হয়। 

 পরে ভ্রাম্যমান আদালত আটককৃত জেলেদের ১৮৬০ এর ১৮৮ ধারা ও মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ এর ৩ ও ৫ ধারায় ৫জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং জব্দকৃত ২৪ কেজি ইলিশ দুটি এতিম খানায় বিতরণ করা হয়।

 এ সময় রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 উল্লেখ্য যে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (১২ই অক্টোবর থেকে ২রা নভেম্বর) পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে রাজবাড়ীর পদ্মা নদীতে প্রতিনিয়তই রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের সমন্বয়ে গঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি’ অভিযান পরিচালনা করে আসছে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ