রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ৩১শে অক্টোবর সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরে সরিষা-বোরো-রোপা আমন ও তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্যাটার্ন ভিত্তিক একক প্রদর্শনীর ৯০ জন কৃষকদের মাঝে ১০ ধরনের সার, বীজ ও ওষুধ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এসব কৃষকদের হাতে উপকরণগুলো তুলে দেন। এ সময় কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাসানুজ্জামানসহ কৃষি দপ্তরের সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।