রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের আয়োজনে পাংশা উপজেলার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, শেখ হাসিনাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। আমি বরাবরই আপনাদের পাশে থেকে কাজ করেছি। করোনাকালীন সময়ে আমার ছেলে আশিক মাহমুদ মিতুল জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। তখন কেউ আপনাদের পাশে ছিলেন না। আমার পরিবার তখন আপনাদের পাশে ছিল। করোনা শেষ হওয়ার পর আমি পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা বড় বড় জনসভা করেছি। এরপর ভ্যান, রিক্সা, ইজিবাইক, নছিমন-করিমন চালকদের সাথে মতবিনিময় সভা করেছি। আমার সংসদীয় আসনের তিনটি উপজেলার প্রত্যেক ইউনিয়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছি। সর্বশেষ এসে প্রত্যেক ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে মতবিনিময় করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীককে জয়লাভ করার জন্য আমি আমার কাজ শেষ করেছি। এখন শেখ হাসিনাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের।
মতবিনিময় সভায় তিনি বলেন, আমি অনেক সদস্যদের কথা মনোযোগ সহকারে শুনলাম। সবাই আমাকে ভালোবাসেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব তথ্য আছেন। এবারের নির্বাচন কঠিন হবে বলেই আমি অনেক আগে থেকে মাঠে আছি। এখন আপনারা মাঠে শেখ হাসিনার জন্য কাজ করবেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাঝপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াদেজ আলী মাস্টার ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে এমপি মোঃ জিল্লুল হাকিম জনপ্রতিনিধের সাথে মধ্যহ্ন ভোজে অংশ নেন।