ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ী জেলার দুইটি আসনে নৌকা প্রতীক প্রত্যাশী ১২জন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-১১-২০ ১৬:৩১:১৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে রাজবাড়ী জেলার ২টি আসনে গতকাল ২০শে নভেম্বর পর্যন্ত মোট ১২জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। 

 এর মধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনে ৬জন ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আসনে ৬জন। 

 নৌকা প্রতীক প্রত্যাশীরা রাজধানী ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে থেকে মনোনয়ন সংগ্রহ করে এবং গতকাল ২০শে নভেম্বর তা জমা দিয়েছেন বলে জানা গেছে। 

 রাজবাড়ী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী ও তার আপন ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মহাম্মদ আলী চৌধুরী।

 অপরদিকে রাজবাড়ী-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ)-এর সাবেক সভাপতি ডাঃ এম ইকবাল আর্সলান, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি এর্টনি জেনারেল ফরহাদ আহমেদ এবং সাবেক অতিরিক্ত সচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ড. শেখ মহঃ রেজাউল ইসলাম।

 রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে রাজবাড়ী জেলার ২টি আসনে ১২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে দল থেকে যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবেন। 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ