ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কক্সবাজারের ১হাজার ১৪১ জন কনস্টেবলকে একযোগে বদলি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৯-২৫ ১৬:০১:৪১

কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন থানায় কর্মরত ১হাজার ১৪১ জন কনস্টেবলকে একযোগে বদলি করা হয়েছে।
  এর আগে গত ২৪শে সেপ্টেম্বর কক্সবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ ৩৪জন পরিদর্শককে বদলি করা হয়। তারও আগে গত ১৬ই সেপ্টেম্বর পুলিশ সুপারকে এবং ২১শে সেপ্টেম্বর বদলি করা হয় ৭জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে।
  গতকাল শুক্রবার পুলিশ হেডকোয়ার্টারের এক আদেশে কক্সবাজার জেলায় কর্মরত ১হাজার ১৪১ জন পুলিশের কনস্টেবলকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়।
  অন্যদিকে কক্সবাজারের থানাগুলোতে নতুন ৮জনকে ওসির দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে আরও ২৯ জন পরিদর্শককে কক্সবাজারে পোস্টিং দেয়া হয়েছে।
  পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
  কক্সবাজারে পোস্টিং দেয়া অফিসারদের শুক্রবার সকালে চট্টগ্রাম রেঞ্জে যোগদান করতে বলা হয়।
  কক্সবাজারে নতুন দায়িত্বপ্রাপ্ত আট থানার ওসিরা হলেন ঃ সাতক্ষীরা থেকে শেখ মুনির-উল গিয়াস, সিরাজগঞ্জ থেকে মোঃ হাফিজুর রহমান, সুনামগঞ্জ থেকে আহম্মদ সনজুর মোরশেদ, নওগাঁ থেকে মোঃ আব্দুল হাই, গোপালগঞ্জ থেকে শাকের মোহাম্মদ যুবায়ের, নীলফামারী থেকে কেএম আজমিরুজ্জামান, ডিএমপি ঢাকা থেকে মোঃ সাইফুর রহমান মজুমদার ও মৌলভীবাজার থেকে মোঃ জালাল উদ্দিন।
  এছাড়া কক্সবাজার জেলার জন্য যে ২৯জন পুলিশ পরিদর্শক পোস্টিং হয়েছেন তারা হলেন ঃ ঢাকা থেকে কানন সরকার, পিবিআই ঢাকা থেকে শেখ মোঃ আলী, মানিকগঞ্জ থেকে নুর মোহাম্মদ, মুন্সিগঞ্জ থেকে গাজী সালাউদ্দিন, রাজশাহী থেকে মোঃ আনোয়ার হোসেন, ফরিদপুর থেকে মোঃ আশরাফ হোসেন, বাগেরহাট থেকে মোঃ মাহতাবুর রহমান, বাগেরহাট থেকে মোঃ সেলিম উদ্দিন, কুষ্টিয়া থেকে আবদুল আলীম, রাজশাহী থেকে ফরহাদ আলী, বগুড়া থেকে আশিক ইকবাল, পিরোজপুর থেকে কামাল হোসেন, মৌলভীবাজার থেকে অরুপ কুমার চৌধুরী, সিলেট থেকে মোঃ লুৎফুর রহমান, গাইবান্ধা থেকে মোঃ এমরানুল কবির, পঞ্চগড় থেকে মোঃ রবিউল ইসলাম, ময়মনসিংহ থেকে খোরশেদ আলম, শেরপুর থেকে মোঃ আশরাফুল কবির খান, নেত্রকোনা থেকে আনসারুল ইসলাম, সিআইডি ঢাকা থেকে মোঃ নাজমুল আলম চৌধুরী, এসবি ঢাকা থেকে মোঃ রুকনুজ্জামান, এসবি ঢাকা থেকে মাসুদুর রহমান, এসবি ঢাকা থেকে হাবিবুর রহমান, পিবিআই ঢাকা থেকে মোঃ জুয়েল ইসলাম, সিআইডি ঢাকা থেকে এবিএম মাইনুল হাসান, সিআইডি ঢাকা থেকে মোঃ আবদুল হালিম, সিআইডি ঢাকা থেকে বিপুল চন্দ্র দে, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে চন্দন কুমার চক্রবর্তী ও পিবিআই ঢাকা থেকে ওয়ালী উদ্দিন আকবর।
  এরআগে কক্সবাজারে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়।
অন্যদিকে ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজারে এসপির দায়িত্ব দেওয়া হয়। নবাগত এসপি গত বুধবার দায়িত্বভার গ্রহণ করেন।
  কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলামকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান আহমেদকে গাজীপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে চট্টগ্রামে নবম এপিবিএনের সহকারী পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
  এছাড়া ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মোঃ মতিউল ইসলামকে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার এবং ডিএসবির সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসবে বদলি করা হয়েছে।
  পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রামের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ বড়ুয়াকে কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
  এছাড়া, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলামকে মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার কাজী শাহবুদ্দিন আহমেদকে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ট্রাফিক, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল ইসলামকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজকে ডিএসবি কক্সবাজারে সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  উল্লেখ্য, গত ৩১শে জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশী চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান। এ ঘটনার পর পুলিশের কর্মকান্ড নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা-প্রতিক্রিয়া শুরু হয়। জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব সদস্যকে বদলির সিদ্ধান্ত নেয় পুলিশের সদর দপ্তর। ইতিমধ্যে ১হাজার ৪১৩জন সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে।

 

বিশ্ব কবি’র ১৬৩তম জন্মবার্ষিকী আজ
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ ও ইতালি একত্রে কাজ করবে ঃ তথ্য প্রতিমন্ত্রী
পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে -------তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ সংবাদ