রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপিতে গতকাল ২৯শে নভেম্বর ফ্যামিলি কার্ডধারীদের মাঝে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস উদ্বোধনসহ সার্বক্ষণিক উপস্থিত থেকে কার্যক্রম মনিটরিং করেন।
তিনি জানান, রাজবাড়ী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। ১হাজার ৩৬২জন ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ২কেজি মসুর ডাল ১২০ টাকা, ২লিটার সয়াবিন তেল ২শ’ টাকা ও ৫কেজি চাল ১৫০ টাকা মোট ৪৭০ টাকায় ফ্যামিলি প্যাকে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
ফ্যামিলি কার্ডধারীদের মাঝে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচি জনসাধারণের খুবই উপকার হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।