ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ীতে বিশ্ব মৃত্তিকা দিবসে আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১২-০৫ ১৩:৪৩:০১

মাটি ও পানি জীবনের উৎস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩ উপলক্ষে রাজবাড়ীতে গতকাল ৫ই ডিসেম্বর সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।

 জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান বক্তব্য রাখেন। 

 এ সময় রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিউটের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনায় প্রবন্ধ পাঠ করেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার ফরিদপুরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কিবরিয়া।

 বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম বলেন, কৃষি জমিতে ৫শতাংশ হারে জৈব পদার্থ থাকা অত্যন্ত প্রয়োজন। মাটিতে জৈব পদার্থের পরিমান দিন দিন কমে আসছে। তাই কৃষি জমিকে কম চাষ করতে হবে। এছাড়া কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার কৃষকরা যেন ব্যবহার না করে সে বিষয়ে  তাদের সচেতন করতে হবে। রাসায়নিক সার কমিয়ে জৈব সার ব্যবহার বাড়াতে হবে। ভারী ধাতুর উৎস গুলো থেকে মাটিতে ধাতুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মাটিতে দূষণ রোধ করতে জনসাধারণকে সচেতনতাই হতে পারে টেকসই সমাধান।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দেশে যেন খাদ্যের অভাব না দেখা দেয় সেজন্য প্রধানমন্ত্রী সকল অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। কোথাও যেন এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। অপ্রয়োজনীয় সার কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। কারণ অপ্রয়োজনীয় সার কীটনাশক ব্যবহারে দিন দিন মাটির উর্বরতা শক্তি হারাচ্ছে। সে কারণে ফসলের উৎপাদন কমে যাচ্ছে। অঞ্চল ভিত্তিক দেশের সকল এলাকার মাটি পরীক্ষা করে মাটি উপযোগি ফসল উৎপাদন করতে হবে। মাটির স্বাস্থ্য রক্ষায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষিবিদ ও কৃষকদের এগিয়ে আসতে হবে।

 সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ বলেন, মাটি ও পানি আমাদের জীবন ও জীবিকার সাথে জড়িত। তাই দূষণের হাত থেকে মাটি ও পানিকে সুরক্ষা প্রদান করতে হবে। তবেই কৃষি প্রধান এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, উন্নয়ন হবে টেকসই।

 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ