ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
গোয়ালন্দে ৪দিনের মহানামযজ্ঞ তারকব্রহ্ম অনুষ্ঠান সমাপ্ত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-১৩ ১৪:০৮:১৬

 শ্রী কৃষ্ণের মুখসৃত বাণী ‘আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়’ তাই নাম ভক্তের সমন্বয়ে কৃষ্ণ আগমন বাসনায় গতকাল ১৩ই ডিসেম্বর বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দে চারদিন ব্যাপী মহানামযজ্ঞ তারকব্রহ্ম অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

 জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্যার পাড়া ও ক্ষুদিরাম সরকার পাড়া সার্বজনীন ভক্তবৃন্দের উদ্যোগে স্বর্গীয় চিত্ত রঞ্জন দাসের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৯ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হয়ে গতকাল ১৩ই ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় ১৩তম মহানাম বার্ষিকীর ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্ত হয়।
 অনুষ্ঠানের সমাপনী দিনে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, পৌরসভার স্থানীয় ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুজন মোল্যা, ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্তিক ঘোষ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক শামীম শেখ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানের অন্যতম আয়োজক গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক উদয় দাস জানান, তাঁর বাবা চিত্ত রঞ্জন দাস জীবিত থাকা অবস্থায় তাঁদের বাড়িতে গত ১৩ বছর ধরে ২৪প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ভক্তবৃন্দের সহযোগিতায় সার্বজনীন ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 এবারের মহানামযজ্ঞ অনুষ্ঠানে সিরাজগঞ্জ থেকে আসা রুপ সনাতন সম্প্রদায়, নীলফামারীর নব বাসুদেব সম্প্রদায়, সাতক্ষীরার শ্যামা মা সম্প্রদায়, দিনাজপুর রাধা মাধব সম্প্রদায়, পাবনার শীব ঠাকুর সম্প্রদায় এবং গোয়ালন্দের ভক্ত সখা সম্প্রদায় কীর্ত্তন পরিবেশন করেন। ভক্ত বৃন্দের আগমনে বুধবার বিকেলে সুন্দরভাবে চারদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত হয়।

 

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ