ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-১৭ ১৫:৩০:২৩

দীর্ঘদিন পলাতক থাকার পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের হাতে ধরা পড়েছে আলতাফ ও আকাশ নামে সাজাপ্রাপ্ত দুই আসামী।

 গতকাল ১৭ই অক্টোবর তাদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর নবুওছিমুদ্দিন পাড়া গ্রামের মৃত আতর আলী শেখের ছেলে আলতাফ হোসেন(৫৫) ও উত্তর দৌলতদিয়া গ্রামের দুখুর পুত্র আকাশ আহমেদ(৩০)। 

 গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আলতাফ হোসেনের বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী কোর্টে ২টি চেকের মামলার সাজার ওয়ারেন্ট রয়েছে। একটি মামলায় তাকে ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দেওয়া হয়েছে। 

 অপরদিকে আকাশ আহমেদ জিআর মামলায় ২বছরের স্বশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী। এছাড়াও আলতাফ হোসেন একজন ভুয়া প্রকৌশলী ও মামলাবাজ হিসেবে এলাকায় পরিচিত রয়েছে। পুলিশ দীর্ঘদিন বিভিন্ন স্থানে অভিযানের পর অবশেষে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ