ঢাকা রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০১-০২ ১৪:১৭:২০

 ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’-এই শ্লোগানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত হয়েছে। 

 দিবসটি উপলক্ষে গতকাল ২রা জানুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে ওয়াকাথন বের হয়ে পান্নাচত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে নারী-পুরুষ দুই ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। যারা বিজয়ী হয় তাদের অফিসার্স ক্লাবের সামনে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

 এরপর কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। 

 মুক্ত আড্ডা পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে। আড্ডার সূচণা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদোস। 

 মুক্ত আড্ডাতে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, এনজিও ফেডারেশনের সভাপতি ও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, সাংবাদিক মোশাররফ হোসেন  মুসা, শেখ আলী আল মামুন, শিক্ষার্থী দিপন, আশা, মিরাজুল মাজেদ তূর্য, ফাহাদুল ইসলাম, আব্দুল্লাহ, রাকিবুল হাসান, সাইদুল জামান সাইদ, ইমন ও রিয়াদ মল্লিক প্রমুখ রাজবাড়ীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। মুক্ত আড্ডা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার অজয় কুমার হালদার।

 জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক  মল্লিকা দে বলেন, এমন মুক্ত আড্ডা ইতি পূর্বে কখনো হয়নি। এমন মুক্ত আড্ডাতে যদি অভিযোগ, বিভিন্ন সমস্যার কথা তুলে আনতে পারি তাহলে আমরা নতুন দিগন্ত দেখাতে পারবো। হাসপাতালের সমস্যার কথা উঠে এসেছে, বেদে সম্প্রদায়ের অনেকেই কোন সুযোগ সুবিধা পায় না। তারা ভাসমান, নির্দিষ্ট স্থানে থাকে না। এজন্য তারা ভোটার আইডি কার্ড, জন্ম-মৃত্যু কার্ড করতে পারে না। আমরা প্রস্তাব রাখতে পারি তাদের এই সেবা দেওয়ার জন্য কারণ তারা দেশের রাষ্ট্রের একটি অংশ। ভাতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, ৫০০ টাকা দেওয়া হয়। আসলে ৫০০ টাকা একজনের কিছুই হয় না। কিন্তু স্বাভাবিকভাবে দেখলে দেশব্যাপী অনেক টাকা। একটা প্রবীণ কর্ণারের কথা বলা হয়েছে। আসলে প্রবীণদের কোথাও যাওয়ার জায়গা নেই। শিক্ষার ঋণের কথা উঠে এসেছে। এটা ভালো একটা দিক। একজন শিক্ষার্থী যদি ঋণ পায়, তখন ভবিষ্যতে যদি সে দাঁড়াতে পারে। তখন সে ওই ঋণ পরিশোধ করবে। রাষ্ট্রের দায় প্রত্যেকটি মানুষের জন্য। এমন মুক্ত আড্ডা প্রতি দপ্তরে আয়োজন করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

 

বানীবহে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
রামকান্তপুরে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
 ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালুখালীতে ছাত্রদলের আন্তঃ ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ