রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল ২রা জানুয়ারী সকালে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল ১০টায় পাংশা সরকারী কলেজ ও পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী ওয়াকাথনের জন্য রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে শিক্ষার্থীরা পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে পাংশা কৃষি ফার্ম পর্যন্ত সড়কে ওয়াকাথন কর্মসূচিতে যোগ দেয়।
এরপর পাংশা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা বিষয়ে মুক্ত আড্ডা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ওয়াকাথন প্রতিযোগিতায় পাংশা সরকারী কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী বাধন প্রথম স্থান, একই কলেজের একই বর্ষের মোঃ আলিপ ২য় স্থান ও মোঃ জাকারিয়া ইসলাম ৩য় স্থান লাভ করে। বিজয়ীদের মাঝে ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এসএম আবু দারদা, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কেএম শাহনেওয়াজ, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শামসুল আলম প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।