রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী শেখ গোলাম রেজা বাবলুর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত ২রা জানুয়ারী শুক্রবার দিনগত রাত ১টার দিকে(৩রা জানুয়ারী) ১৫/২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ঘরের সবাইকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শেখ গোলাম রেজা বানীবহ বাজারে ধান, চাউল ও ভূষিমালের ব্যবসায়ী। তিনি বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ গোলাম মোস্তফা বাচ্চুর ছোট ভাই।
শেখ গোলাম মোস্তাফা বাচ্চু বলেন, গত ২রা জানুয়ারী দিনগত রাত ১টার দিকে ১৫/২০ জনের সশস্ত্র ডাকাত বাড়ীর কলাপসিবল গেটের তালা এবং দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর তারা আমার ভাইয়ের স্ত্রী ঝর্ণা বেগম (৬০)কে পিটিয়ে আহত করে ঘরের সবাইকে বেঁধে ফেলে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।
ব্যবসায়ী বাবলুর ছেলে শেখ গোলাম রাসেল অপু বলেন, ডাকাত দল কলাসিবল গেটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ৩২ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল, নগদ ৪ লাখ ৭ হাজার ৫০০ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আকবর বলেন, আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার ভাইয়ের বাড়ীতে গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটে। আমি বিষয়টি শোনার পরই ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ আরও কিছু জিনিসপত্র ডাকাতরা লুট করে নিয়ে যায়। থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, বানীবহে বসতবাড়ীতে ডাকতির ঘটনায় আমাদের জেলা পুলিশের টিম কাজ শুরু করেছে। ভুক্তভোগী পরিবারকে বলা হয়েছে থানায় মামলা করতে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজবাড়ী সদর থানা এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি ও মোটর সাইকেল চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে।