রাজবাড়ীতে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের নামে অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
গতকাল ৫ই জানুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে তারা।
এর আগে শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলার রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা এসে সমবেত হয়। সেখান থেকে রিক্সা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে তারা। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, গত ৫ই আগস্ট দেশের সরকারের পটপরিবর্তনের পর আঃ মজিদ মোল্লার নেতৃত্বে অন্যায় ও অবৈধভাবে শ্রমিক কল্যাণ তহবিলের নামে রশিদের মাধ্যমে সাধারণ শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের রেজিঃ নং-৪৩৬১ তে আঃ মজিদ মোল্লা নিজেকে আহ্বায়ক দাবী করে বিভিন্ন সময় রিক্সা ও ভ্যান শ্রমিকদের কাছ থেকে পরিচয় পত্রের নাম করে ২৫০ টাকা ও শ্রমিক কল্যাণ তহবিলের নামে ৩০ টাকা প্রতিনিয়ত উত্তোলন করে আসছে। এ বিষয়টি সাবেক নেতৃবৃন্দের নজরে আসলে মৌখিকভাবে চাঁদা উত্তোলন করতে নিষেধ করলে আঃ মজিদ মোল্লা সাবেক নেতৃবৃন্দের সাথে আলোচনা না করেই চাঁদা উত্তোলন করে আসছে। এছাড়াও সাবেক নেতৃবৃন্দের অবৈধভাবে চাঁদা উত্তোলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করলেও চাঁদা উত্তোলন বন্ধ হয়নি।
এছাড়াও রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ ওহাব সরদারের কাছে দায়িত্ব থাকাকালীন সময়ে প্রায় ৫০ লক্ষ টাকার হিসাব নিকাশ রয়েছে যা গত ৫ই আগস্ট পটপরিবর্তনের পর তিনি অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরবর্তীতে আঃ মজিদ মোল্লা অফিসের তালা ভেঙ্গে প্রবেশ করে ও সমস্ত কিছু দখল করে মজিদ মোল্লা পরিচালনা করে আসছে।
জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আজকে আমরা রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসতে বাধ্য হয়েছি কারণ আমাদের ইউনিয়নের সদস্যদের নাম করে অবৈধভাবে শ্রমিকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। আমরা বাঁধা দিলেই আমাদেরকে মারধর করা হয়। রাজবাড়ী রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কোন কমিটি নেই, কোন আহ্বায়ক কমিটি নেই। মজিদ মোল্লারা যে অবৈধ আহ্বায়ক কমিটি করেছে সেখানে নেতৃবৃন্দের কোন স্বাক্ষর নাই। মজিদ মোল্লা ভূয়া একটি কমিটির কাগজ দেখিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে রিক্সা শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। আমরা সাধারণ শ্রমিকরা আজকের প্রতিবাদে এই জায়গায় জড়ো হয়েছি, আজকে এটাই প্রমাণ করে যে ওইটা একটা ভুয়া কমিটি। আমাদের একটি গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র না মেনে মজিদ মোল্লা একটি ভুয়া কমিটি করে বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করছে। রাজবাড়ী রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক নেতারা জানেনা এই আহবায়ক কমিটি সম্পর্কে। অবিলম্বে এই চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এই সব চাঁদাবাজদের গ্রেপ্তার না করলে আগামী রবিবার রেলগেট চত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ করা হবে।
রিক্সা শ্রমিক মজিবুর মোল্লা বলেন, আমার বাড়ী আহলাদীপুরে। আমি রাজবাড়ী শহরে এসে রিক্সা চালাই। প্রতি সপ্তাহে আমার কাছ থেকে একটি সিলিপ ধরিয়ে দিয়ে ৩০ টাকা করে নেয়। আবার সপ্তাহে ২/৩ দিন পর পর টাকা নেয়। টাকা না দিলে তারা রিক্সার গদি খুলে রেখে দেয়। অবৈধভাবে এই টাকা যেনো না নেয় এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বিক্ষোভ মিছিলে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।