ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ৭, ২০২৫
আলী হোসেন পনি স্মৃতি সংসদের পক্ষ থেকে অসহায় ব্যক্তিকে রিক্সা বিতরণ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০১-০৫ ১৬:২২:৫১

 রাজবাড়ী শহরের বড়পুলস্থ আলী হোসেন পনি স্মৃতি সংসদের পক্ষ থেকে মতিউর রহমান নামে অসহায় এক ব্যক্তিকে রিক্সা প্রদান করা হয়েছে।
 গতকাল ৫ই জানুয়ারী বিকেলে শহরের বড়পুল এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে এ রিক্সা বিতরণ করা হয়।
 এ সময় আলী হোসেন পনি স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক লিটন চক্রবর্তী, প্রধান উপদেষ্টা মাসুদুল ইসলাম, আলী হোসেন পনি স্মৃতি সংসদের সদস্য ও প্রয়াত আলী হোসেন পনির সহধর্মিনী জুন কক্স, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, অমিত চক্রবর্তী, এস এম মনিরুল ইসলাম মঈন, আব্দুস সাত্তার কালু, প্রয়াত আলী হোসেন পনির ছেলে আলী সাদমান রুদ্রসহ অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 আলী হোসেন পনি স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মাসুদুল ইসলাম বলেন, আমাদের এই রিক্সা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী বছরও আমরা একজন অসহায় মানুষকে তার কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য রিক্সা বিতরণ করবো। আমরা চেষ্টা করবো প্রত্যেক বছর একটি করে রিক্সা বিতরণ করার। এছাড়াও আগামী ২রা ফেব্রুয়ারীতে রাজবাড়ীর একটি প্রান্তিক এলাকায় একটি মেডিকেল ক্যাম্প করবো। সেখানে ফরিদপুর ও রাজবাড়ীর বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।
 আলী হোসেন পনি স্মৃতি সংসদের সভাপতি লিটন চক্রবর্তী বলেন, আমরা অনেক আগেই চিন্তা করেছিলাম একজন অসহায় মানুষকে একটি রিক্সা বিতরণ করবো। সেই ইচ্ছা আমাদের পুরণের পথে। আমরা সংগঠনের সকল সদস্যের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়নে আমরা বিভিন্ন মানবিক কাজ করে থাকি। তারই একটি অংশ হচ্ছে আজ এই রিক্সা বিতরণ।
 প্রয়াত আলী হোসেন পনির সহধর্মিনী জুন কক্স বলেন, আলী হোসেন পনির মৃত্যুর দুই/তিন দিন পর এই সংগঠনের সূত্রপাত। আলী হোসেন পনির নাম ধরে রাখার জন্যই মূলত এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। এই সংগঠনের ব্যানারে আমরা বিভিন্ন সময়ে মানবিক কাজ করে থাকি। আমাদের এই কার্যক্রম গুলো অব্যাহত থাকবে।
 রিক্সা পেয়ে মোঃ মতিউর রহমান বলেন, আলী হোসেন পনি স্মৃতি সংসদের পক্ষ থেকে রিক্সা পেয়ে আমার খুব ভালো লাগছে। এই রিক্সার মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করে সংসার চালাতে পারবো।

অবিলম্বে প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন ঘোষণা সরকারকে দিতেই হবে ঃ হাসনাত আব্দুল্লাহ
রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে মতবিনিময় সভা
রাজবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের তালিকা যাচাই-বাছাই সভা
সর্বশেষ সংবাদ