বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী জেলার কালুখালীতে গত ২রা জানুয়ারী রাতে উপজেলা ছাত্রদলের আয়োজনে আন্তঃ ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে কালুখালী সরকারী কলেজ ছাত্রদলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালুখালী উপজেলা ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁনের সভাপতিত্বে আয়োজিত আন্তঃ ব্যাডমিন্টন ম্যাচে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও বিশেষ অতিথি হিসেবে জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের নেতা সোহেল হোসেন ও কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য বক্তব্য রাখেন।
এ সময় কালুখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মাসুদ রানা, দপ্তর সম্পাদক রবিন শেখ, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মন্ডলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে খারাপ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলাধুুলা চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।