ঢাকা রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
ঘন কুয়াশার কারণে প্রধান উপদেষ্টা না আসায় সেনাবাহিনীর মহড়া স্থগিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-০২ ১৪:১৮:০১

ঘন কুয়াশার কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস না আসায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন স্থগিত করা হয়েছে।

 গতকাল ২রা জানুয়ারী বেলা সোয়া ১১টায় অনুশীলন পর্যবেক্ষণ করতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসার কথা ছিল।

 জানা গেছে, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায়(আরএমটিএ’র) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে আসার কথা ছিল অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। সকাল সাড়ে ১১টার দিকে চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করার কথা ছিলো প্রধান উপদেষ্টার। কিন্তু ঘন কুয়াশা থাকায় বৈরী আবহাওয়ার কারণে হেলিক্টর চলাচলে বিঘ্ন ঘটায় তিনি না আসায় সেনাবাহিনীর প্রশিক্ষণ অনুশীলন স্থগিত করা হয়।

 এর আগে রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছিল। ম্যানুভার অনুশীলনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সকল আর্মস ও সার্ভিসেস এবং বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো।

 স্থগিত হওয়া ম্যানুভার অনুশীলন আগামী ৫ই জানুয়ারী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। 

 

বানীবহে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
রামকান্তপুরে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
 ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালুখালীতে ছাত্রদলের আন্তঃ ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ