ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
বড় চর বেনীনগরে কবরস্থান উদ্বোধন করলেন সাবেক সংসদ সদস্য খৈয়ম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১৩ ১৫:১৫:৪৩

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় চর বেনীনগরে নতুন একটি কবরস্থান গতকাল ১৩ই জুন বিকালে আসর নামাজের পর এলাকাবাসীকে সাথে নিয়ে দোয়া ও মোনাজাতের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুুরুল আলম দুলাল, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, মিজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, বর্তমান প্যানেল চেয়ারম্যান প্লাবন সরকার, মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক মোঃ সান্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মন্ডল, রাজবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমার জানামতে এই গ্রামের আশেপাশে কোন কবরস্থান নেই। অনেকেরই দান করা জমিতে এই কবরস্থানটি করা হয়েছে। কবরস্থানটির দেখভাল করার দায়িত্ব এলাকাবাসীর সবার। যারা কবরস্থানের জন্য জমি দান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। জমিদাতারা একটি মহৎ কাজ করেছে। যারা কবরস্থানটি তত্ত্বাবধান করবেন তারা পরিকল্পনা করে কাজ করবেন। আমাদের জনসংখ্যার থেকে জমির পরিমাণ কম। প্লান করে কবরের জন্য জায়গা করে দিলে অনেকগুলো কবর দেওয়া যাবে এখানে।
 তিনি আরও বলেন, আমি এই এলাকাটাকে নিজের এলাকা মনে করি। আপনারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। সবাই সবাইকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। ইমাম সাহেবদের সম্মান করবেন, মুরুব্বিদের সম্মান করবেন। আমরা সবাই একতাবদ্ধ হয়ে রাজবাড়ীকে এগিয়ে নিয়ে যেতে চাই।

 

ইউনিয়ন পরিষদ যেন জন্ম নিবন্ধন বিক্রির বাজার॥নিয়ন্ত্রণ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে!
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী মোক্তারের আদালতে দোষ স্বীকার
 রাজবাড়ীতে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ