ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
শ্রদ্ধা আর ভালোবাসায় জেলার চারটি উপজেলায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
  • মাতৃকণ্ঠ ডেস্ক
  • ২০২৩-১২-১৪ ১৪:২৪:০৫

 শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে তার অমর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী জেলার ৪টি উপজেলাতে পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
 গতকাল ১৪ই ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন, সরকারী দপ্তর, দলীয় ও নানা শ্রেণি পেশার মানুষ ফুল হাতে বিন¤্র শ্রদ্ধা জানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ দিবস উপলক্ষে জেলার ৪টি উপজেলায় শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
 গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মইনুল হক মৃধা জানান, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন নবাগত গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
 এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরীফুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
 পাংশা উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন জানান, পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার হাবাসপুর বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ আরশাদ আলী সর্দারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 সকাল ৯টায় পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা সরকারী কলেজ ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ বীর মুক্তিযোদ্ধা শহীদ আরশাদ আলী সর্দারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধা শহীদ আরশাদ আলী সর্দারের সমাধি চত্বরে দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলী, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের ক্রীড়া শিক্ষক মোকসেদ আলী বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ সোহেল আমিন।
 পাংশা মডেল থানার এসআই ফজর আলী, পাংশা পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউসুফ হোসেন শিকদার, হাবাসপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাজাহান, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তৈয়েবুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মেহেদী হাসান লিটন ও ডঃ মনিরুল আলম, বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রউফ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধাগণ ও ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 কালুখালী উপজেলা প্রতিনিধি ফজলুল হক জানান, দিবসটি উপলক্ষ্যে বিন¤্র শ্রদ্ধার সাথে উপজেলার মৃগী ইউনিয়নে শহীদ দিয়ানত আলীর কবরস্থানে পুষ্পমাল্য অর্পন করেছে কালুখালী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা-আল-মামুন’র সভাপতিত্বে আলোচনা সভায় মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) নাসিমা আক্তার, উপাধাক্ষ্য আয়ুব আলী, মৃগী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
এসময় সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এর সঞ্চালণায় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুদ্দিন আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি তনু সিকদার সবুজ জানান, বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ১৪ই ডিসেম্বর সকালে উপজেলার জামালপুর জান্নাতুল মাওয়া গোরস্থানে শহীদ হারুন-অর-রশিদের কবরে বিন¤্র শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে শহীদ হারুন-অর-রশিদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
 এরপর জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম ও সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ