ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
রাজবাড়ীতে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার উৎসবে নানা আয়োজন
  • মাহফুজুর রহমান
  • ২০২৩-১২-১৫ ১৬:৩৬:৪৫

আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে গতকাল ১৫ই ডিসেম্বর বিকালে পাঠাগার উৎসব-২০২৩ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 

 রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মোল্লাবাড়ীস্থ রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, দুপুরে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও বরেণ্য শিল্পীদের চিত্রাঙ্কন ক্যাম্প, ছাত্র-ছাত্রীদের রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।   

 রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে সাবেক রাজবাড়ী জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, চিত্র শিল্পী গোলাম আলী ও রাজ কুমার পাল, প্রাক্তণ জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, বীর মুক্তিযোদ্ধা সোবাহান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, রাজবাড়ী কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মোঃ নুরুল হক আলম, শিশু রাজ্য কিন্ডার গার্ডেন স্কুলের অধ্যক্ষ সাইফুল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 জানা গেছে, গত ২৫শে মার্চ সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মোল্লাবাড়ীস্থ রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। মানবতার সেবাই মানবজীবনের সার্থকতা। এই চেতনায় ২০১৮ সালে মরহুম পিতা-মাতার নামে রাবেয়া-কাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, কারোনাকালে কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ, শীতবস্ত্র বিতরণ, খেলাধুলার পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত আসছে। পাঠাগারে বর্তমানে ২হাজার বই আছে।

 
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা  তোফাজ্জেলের বিরুদ্ধে পৌর কর্মচারীদের বিক্ষোভ
চন্দনীতে গৃহবধু তামান্না হত্যার ঘটনায় পুলিশ সদস্যর গ্রেফতার ফাঁসির দাবিতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ