ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা সভা ও সম্মাননা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১২-১৮ ১৪:২০:০২

‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখবো তাদের অধিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই ডিসেম্বর সকাল ৯টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

 এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন ও ইসলামী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার ভাইস প্রেসিডেন্ট কাজী জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

 আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) অধ্যক্ষ নূর অতএব আহম্মদ।

 অনুষ্ঠানে জেলার ৩জন সেরা রেমিটেন্স আহরণকারী মোঃ শুকুর আলী শেখ, মোছাঃ আনোয়ারা বেগম, মোঃ হারুন শেখের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

 

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ