আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল ১৮ই ডিসেম্বর সকাল ১০টায় রাজবাড়ী-১ আসনে ৫জন ও রাজবাড়ী-২ আসনের ৬জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ী-১ ও ২ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
জানা গেছে, রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী(নৌকা), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু(লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী ডিএম মজিবুর রহমান(সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস(ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার(ঈগল) প্রতীক পেয়েছেন।
রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম(নৌকা), তৃনমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক(সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক(ঈগল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী মোঃ আব্দুল মতিন মিয়া(মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী(ছড়ি), জাতীয় পার্টির প্রার্থী মো.শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ আসনে ৪লাখ ৪হাজার ১৮১জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ২লাখ ৪হাজার ২৬১ জন ও নারী ১ লাখ ৯৯ হাজার ৯২০ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৬টি ও ভোট কক্ষ রয়েছে ৯১৪ টি।
রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫লাখ ২৮হাজার ৩১৯জন। এর মধ্যে পুরুষ ২লাখ ৬৯হাজার ৪৪৯জন ও নারী ২ লাখ ৫৮হাজার ৮৭০জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৯৪টি ও ভোট কক্ষ রয়েছে ১ হাজার ২৩৬টি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ হলো। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ই ডিসেম্বর থেকে ৫ই জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত চলবে। আগামী ৭ই জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন।