ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দে আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালী
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-১৯ ১৪:১৩:৪২

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৯শে ডিসেম্বর বিকালে গোয়ালন্দের শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়। কয়েক হাজার নেতাকর্মী জমায়েতে বর্ণাঢ্য বিজয় র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটি পরে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।

 এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধাসহ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।   

 
গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ