ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী শহরের কাজীকান্দার বাসিন্দা কাজী আলমের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১২-২২ ১৪:০৭:১৪

রাজবাড়ী শহরের ৫নং ওয়ার্ডের কাজীকান্দার গ্রামের বাসিন্দা ও বিদ্যুৎ অফিসের সাবেক মিটার পরিদর্শক কাজী মোকছেদুল আলম(আলম কাজী)(৭৫) গতকাল ২২শে ডিসেম্বর রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 আজ শনিবার দুপুর ২টায় শহরের কাজীকান্দাস্থ রাজবাড়ী আনসার ক্যাম্প ময়দানে তার নামাজে জানাযা শেষ ভবানীপুরস্থ পৌরসভার ১নং কবরস্থানে দাফন করা হবে। 

 মরহুমের পুত্র কাজী শাখাওয়াত ও কাজী সোহাগ জানায়, গত ২১শে ডিসেম্বর কাজী মোকছুদুল আলম(আলম কাজী) শহরের কাজীকান্দাস্থ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে আরো উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলমান অবস্থায় গতকাল ২২শে ডিসেম্বর সে পুনরায় ব্রেন স্টোকে আক্রান্ত হয়। তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তার করা হলে সেখানেই তিনি ইন্তেকাল করেন।

 মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

 মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ