ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দাদশী থেকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-১২-২৫ ১৪:০৮:১৮

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়া গ্রামে গতকাল ২৫শে ডিসেম্বর সকালে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ কেয়া বেগম (৩৬)কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 গ্রেফতারকৃত কেয়া বেগম রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড বিলকিস সরণি এলাকার মোঃ ফারুক সরদারের স্ত্রী। এ ঘটনায় ফারুক সরদার পলাতক রয়েছে।

 রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,  গ্রেফতারকৃত কেয়া বেগম ও তার স্বামী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়া গ্রামে হালিম শেখের বাড়িতে ভাড়া থাকে। ভাড়া থেকে ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ কেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী ফারুক সরদার পালিয়ে যায়।

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ