আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের আস্থায় আনতে প্রার্থীদের নির্ঘুম রাত কাটছে। আওয়ামী লীগের ভোট ব্যাংক খ্যাত গোয়ালন্দ উপজেলায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। এরই ধারাবাহিকতায় গতকাল ২৭শে ডিসেম্বর বিকেলে তিনি তার ট্রাক প্রতীকের পক্ষে গোয়ালন্দ উপজেলার যদু ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকসহ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় এলাকার ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।