রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হকের পিতা ও শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন খান ওরফে সেলিম মাষ্টার(৯২) এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ৩রা জানুয়ারী দুপুর ২টায় রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর ১নং পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
রাজবাড়ী জেলা ঈমাম কমিটির সভাপতি ও ভাজনচালা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মওলানা ইলিয়াস আলী মোল্লা জানাযার নামাজ ও দোয়া পরিচালনা করেন।
জানাযার আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তার ছেলে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, এমপি প্রার্থী এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী ও রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সফি প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় মরহুমের পরিবারের সদস্যগণ, সহকর্মীগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ জানাযাতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর নিবাসী শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম উদ্দিন খান ওরফে সেলিম মাষ্টার গত ২রা জানুয়ারী সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল ইন্তেকাল করেন।