ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • মাতৃকন্ঠ ডেস্ক
  • ২০২৪-০১-০৪ ১৫:৩৫:২৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় গতকাল ৪ঠা জানুয়ারী ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট-

 গোয়ালন্দ উপজেলা মইনুল হক মৃধা জানান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল ৪ঠা জানুয়ারী বিকেলে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

 উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়ের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব গিয়ে শেষ হয়। 

 পরে সন্ধ্যা ৬টার দিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।

 আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম শান্তুনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, নাজিমুল ইসলাম বৃটেন, জেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর ছাত্র লীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 অপরদিকে বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি তনু সিকদার সবুজ জানান, উপজেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল ৪ঠা জানুয়ারী বিকালে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।

 আয়োজিত অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্মু সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহবায়ক শফিকুল রহমান তুহিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম তুরান ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টুসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ