ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উদ্যোগে নবাগত ইউএনও-ওসি’কে ফুলেল শুভেচ্ছা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০১-০৯ ১৪:০০:৩৯

 গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উদ্যোগে গতকাল ৯ই জানুয়ারী দুপুরে গোয়ালন্দ উপজেলায় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ও গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

 গতকাল মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবে নেতৃবৃন্দরা প্রথমে উপজেলা নির্বাহী অফিসারকে ও পরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জকে এ ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

 এ সময় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চাঁন মিয়া, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল মুন্সী, ক্লাবের দৌলতদিয়া শাখার সভাপতি মোঃ সুলতান ফকির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন উপস্থিত ছিলেন। 

 ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের নেতৃবৃন্দরা বলেন, নবাগত গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার এবং গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ অত্যন্ত ক্রীড়ামোদী ও খেলাপ্রিয় মানুষ। এমন দু’জন মানুষকে আমরা একসাথে পেয়ে নিজেদের ধন্য মনে করছি। তাদের পরামর্শে আমরা গোয়ালন্দ উপজেলার সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে গোয়ালন্দে খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করবো।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ