ঢাকা বুধবার, এপ্রিল ৯, ২০২৫
গোয়ালন্দে রাতের আধারে ঈদগাহের গেটের নাম মুছে ফেলার অভিযোগ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০১-১২ ১৩:৩৮:৩৫

 গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জমিদার ব্রিজ সংলগ্ন ‘জমিদার ব্রিজ ঈদগাহ ময়দানের’ প্রধান গেটের নাম রাতের আঁধারে কে বা কারা নাম মুছে ফেলার অভিযোগ উঠেছে।
 গত ১১ই জানুয়ারী দিবাগত রাতে ঈদগাহ ময়দানের গেটে লেখা নামের অংশ মুছে ফেলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 জানা গেছে, ১৯৪৫ সালে জমিদার ব্রিজ ঈদগাহ ময়দানটি  প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরে দুটি ঈদে যে পরিমাণ টাকা উত্তোলন করা হয় তা দিয়েই ঈদগাহ মাঠের কাজ করা, পরিস্কার পরিচ্ছন্ন সহ ঈদগাহ সংশ্লিষ্ট কাজ করা হয়। হঠাৎ গতকাল ১২ই জানুয়ারী সকালে স্থানীয়রা দেখতে পায় প্রধান গেটের সামনে লেখা নাম কে বা কারা রাতের আঁধারে সাদা রং বা চুন দিয়ে মুছে ফেলেছে। এ ঘটনায় এতে করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
 স্থানীয়রা জানান, আমরা প্রাচীন যুগ থেকে জমিদার ব্রিজ ঈদগাহ ময়দানের নাম শুনে আসছি এবং ঈদের নামাজ আমরা এখানেই আদায় করি। কিন্তু হঠাৎ করেই নাম মুছে ফেলার কারণ আমরা বুঝতে পারছিনা। তবে এ কাজটি করা ঠিক হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই এ নামেই ঈদগাহ ময়দান থাকুক।
 ঈদগাহ কমিটির সভাপতি মুহাম্মদ মোসারফ আহম্মেদ বলেন, আমি শুনেছি রাতের আঁধারে গেটের নামকরণ মুছে ফেলেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর সমর্থনে আমি দীর্ঘদিন যাবৎ ঈদগাহ ময়দানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে যে বা যারা এ কাজটি করেছে আমি এর তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে কমিটির অন্যান্য সদস্য ও এলাকাবাসীদের সাথে বসে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে।

 

বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
গোয়ালন্দে অপহৃত ব্যক্তি উদ্ধার॥৩জন গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল হোসেনকে বিএনপির প্রার্থী ঘোষণা করলো নেতারা
সর্বশেষ সংবাদ